জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার (১৪ সেপ্টেম্বর) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোট গ্রহণের প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। এতে তারা শারীরিক ও মানসিকভাবে পরিশ্রান্ত হয়ে পড়েছেন। এ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার ছুটি ঘোষণা করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে টানা তিন দিন ধরে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন আশা করছে, শনিবার সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: