[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

এশিয়ান ইউনিভার্সিটি উপাচার্য

আধুনিক রাষ্ট্র পরিচালনায় রসুল (সা.) এর আদর্শ অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪৮ পিএম

সংগৃহীত ছবি

হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে “আধুনিক রাষ্ট্র পরিচালনায় রসুল (সা.)—এর আদর্শ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর আফতাবনগরের কুরআন সেন্টার মিলনায়তনে (মাদরাসাতুল মানার) এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (AUB) উপাচার্য ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এমিরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ নুরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির প্রধান ও কোরআন গবেষক মাওলানা আবদুস শহীদ নাসিম।

সেমিনারে বক্তারা বলেন, রসুল (সা.)-এর জীবনাদর্শ আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য দিকনির্দেশক ও অনুকরণীয়। ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার প্রাসঙ্গিকতা এবং সমকালীন বিশ্বে এর প্রয়োগ নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান খান বলেন, “রসুল (সা.)-এর শিক্ষা ও নেতৃত্ব দর্শন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রয়োগের মাধ্যমে প্রকৃত উন্নতি সম্ভব। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর