জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
এর মধ্য দিয়ে একের পর এক সংকটে পড়ছে বহু প্রতীক্ষিত জাকসু নির্বাচন। এরই মধ্যে ভোটগ্রহণ শেষে দীর্ঘ ৪৫ ঘণ্টা পার হলেও ফলাফল ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোটগণনা। তবে নানা জটিলতায় তা শেষ হতে সময় লাগে দেড় দিনেরও বেশি।
এসআর
মন্তব্য করুন: