[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

কুবি শিক্ষার্থীকে সিএনজি চালক-মালিকের মারধরের অভিযোগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে সিএনজি চালক ও সিএনজি মালিক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শরীফ উল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোটবাড়ির চাঙ্গিনী দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তরা হলেন সিএনজি চালক আনোয়ার ও সিএনজি মালিক হারুন। ঘটনার দিন শরীফ টিউশন শেষে কুমিল্লা শহর থেকে সিএনজিতে কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বৃষ্টির কারণে তিনি সিএনজির পর্দা টেনে দেন। বৃষ্টি থামার পর চালক পর্দা ভাঁজ করতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর চালক তাকে নামিয়ে দিতে চাইলে শরীফ রাজি না হওয়ায় সিএনজি গ্যারেজে নিয়ে গিয়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়।

শরীফ সহপাঠীদের খবর দিলে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় ইটপাটকেল ছোড়া ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে কয়েকজন আহত হন এবং তাদের কিছু মূল্যবান জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যায়।

অন্যদিকে সিএনজি চালক ও মালিকের দাবি, শিক্ষার্থীরাই প্রথমে তাদের মারধর করেছেন।

পরে রাত ১০টার দিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবারও গ্যারেজে গেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ, পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে রাত ১টার দিকে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়। এসময় অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

প্রক্টর অধ্যাপক হাকিম বলেন, “ঘটনাটি সমাধান করা হয়েছে। চালক ও মালিকের মুচলেকা নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তবে শিক্ষার্থীদেরও আরও সহনশীল হতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর