[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নিয়ে কয়েক দফা নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত ঘোষণা এল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ভিন্ন ভিন্ন সময়ে ফল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। প্রক্টর ও কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে। কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও জানিয়েছিলেন, দুপুরেই ফলাফল প্রকাশ হতে পারে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছিলেন, রাতের মধ্যেই ফল ঘোষণা করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোটগণনা, যা এখনও চলমান।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে ও ছাত্রীদের ১০টি হলে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রীদের ১০টি হলে মোট ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, আর ৬৭টিতে ছিলেন একক প্রার্থী। ফলে কেবল ২৪টি পদে ভোট গ্রহণ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর