জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও মতামত উপেক্ষার অভিযোগ এনে কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমাকে পদত্যাগ থেকে বিরত রাখতে চাপ দেওয়া হলেও আমি পদত্যাগ করছি।”
এসময় তিনি পদত্যাগের ঘোষণা দেন এমন এক সময়ে, যখন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইতোমধ্যে হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এবং চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এ লক্ষ্যে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
এদিকে জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, “জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে। প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে চাইছে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই সিনেট ভবনে জমায়েত হোন। ফলাফল নিজের হাতে বুঝে নিতে হবে। ফলাফল ছাড়া সিনেট ভবন থেকে কেউ এক পা-ও নড়বেন না। আমরা একজোট হয়ে এই ষড়যন্ত্র ব্যর্থ করব।
এসআর
মন্তব্য করুন: