জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে, অধিকাংশ ভোটকেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি। এতে একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারছেন বলে দাবি তাদের।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে ৪,২৭৩ জন এবং ছাত্রীদের ১০টি হলে ৭,৬৪৬ জন ভোটার রয়েছেন।
শিক্ষার্থীদের জন্য ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল, স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নিয়েছে।
ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে প্রায় দেড় হাজার পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য। এ ছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসের ভেতরে-বাইরে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: