কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদ ঘুরে মিছিলটি আবার গোল চত্বরে এসে শেষ হয়।
এতে লোক প্রশাসনের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। তবে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় সুমাইয়ার সহপাঠীরা বলেন, হত্যার পর এতদিনেও তদন্তে অগ্রগতি হয়নি এবং পুলিশের বক্তব্যেও অসংগতি রয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিহত শিক্ষার্থীর জানাজায় কিংবা আন্দোলনে শিক্ষকরা অংশ না নেওয়াটা হতাশাজনক।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, “এটা দাওয়াত দেওয়ার বিষয় নয়।
একজন শিক্ষার্থী হত্যার ন্যায়বিচার দাবি করা শিক্ষক হিসেবে তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একজন ছাড়া কেউ উপস্থিত হননি।”
আরেক সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, “আসামি গ্রেপ্তার হলেও হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রক্রিয়া স্পষ্ট না হওয়ায় আমাদের উদ্বেগ আরও বাড়ছে।”
শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি বলেন, “একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডে শিক্ষকদের অনুপস্থিতি খুবই হতাশাজনক। পুলিশের ও নিহতের পরিবারের বক্তব্যে অসংগতি আছে। দ্রুত স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।”
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকার ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসআর
মন্তব্য করুন: