ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ, যিনি ১০ হাজার ৭৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আরও ২০ প্রার্থী বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে জয় পেয়েছেন। এর মধ্যে রয়েছেন—
এছাড়া আরও কয়েকজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে।
অন্যদিকে, বাকি পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। তাদের মধ্যে আছেন— সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী এবং সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে। কোনো বড় ধরনের অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসুর ৩৮তম নির্বাচন।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র।
এসআর
মন্তব্য করুন: