[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন:

স্বপ্নের ক্যাম্পাস’ গড়ার অঙ্গীকার ভিপি সাদিকের, ভুল শুধরে দেওয়ার আহ্বান জিএস ফরহাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১:১৩ পিএম

সংগৃহীত ছবি

সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, মতাদর্শ যাই হোক, সবাই মিলে কাজ করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাসে রূপ দেওয়া হবে।

বুধবার সকালে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। যারা একসঙ্গে নির্বাচন করেছেন তারাও আমাদের উপদেষ্টা, তাঁদের পরামর্শ নিয়েই আমরা এগোবো।”

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।

নির্বাচনের সময় দায়িত্ব পালনেরত অবস্থায় মারা যাওয়া এক সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাদিক কায়েম গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, “এ বিজয় ব্যক্তি ফরহাদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর।

শিক্ষার্থীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা সেই দায়িত্ব পালন করব।”

তিনি আরও আহ্বান জানান, দায়িত্ব পালনের সময় কোনো ভুল হলে শিক্ষার্থীরা যেন তা শুধরে দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর