[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন

পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলেন ভিপি প্রার্থী আবিদুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫:১৫ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “পরিকল্পিত কারচুপির এ ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি।

নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এ পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

এর আগেই তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়, যেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।

প্রাপ্ত আংশিক ফলাফলে—

  • কার্জন হলে (ফজলুল হক হল): সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১ ভোট।
  • অমর একুশে হলে: সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১ ভোট।
  • সুফিয়া কামাল হলে: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম ৪২৩ ভোট।

জিএস পদে প্রায় প্রতিটি হলে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। একইসঙ্গে ১৮টি হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচন, যেখানে লড়ছেন আরও ১,০৩৫ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও দিনজুড়ে বিভিন্ন প্রার্থী ও প্যানেল একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির অভিযোগ তুলেছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর