[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫:০৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছয়টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছয়টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা

এতে ভিপি, জিএস ও এজিএস—শীর্ষ তিন পদেই এগিয়ে আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা শুরু হয়।

প্রাপ্ত ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম এখন পর্যন্ত সর্বাধিক ৫৭১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৫১৯ ভোট। জিএস পদে এগিয়ে আছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

বিভিন্ন হলে ঘোষিত আংশিক ফলাফলে দেখা গেছে, কার্জন হলে ফজলুল হক হলের ভোটে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ এবং আবিদুল ইসলাম ১৮১ ভোট পেয়েছেন।

অমর একুশে হলে সাদিক কায়েম ৬৪৪ এবং আবিদুল ইসলাম ১৪১ ভোট পান। সুফিয়া কামাল হলে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট ১২৭০, আর আবিদুল ইসলামের ৪২৩।

এছাড়া শামসুন্নাহার হলে সাদিক কায়েম ১১১৪ ও আবিদুল ইসলাম ৪৩৪ ভোট পান। জিয়া হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ও শহীদুল্লাহ হলে ৯৬৬ ভোট পেয়েছেন।

জিএস পদে প্রায় প্রতিটি হলে শীর্ষে রয়েছেন এস এম ফরহাদ। সুফিয়া কামাল হলে তিনি পেয়েছেন ৯৬৪ ভোট, শামসুন্নাহার হলে ৮১৪ এবং শহীদুল্লাহ হলে ৭৭৩ ভোট। এজিএস পদে এগিয়ে রয়েছেন মহিউদ্দিন খান।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী।

এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর