[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন। বাইরে অপেক্ষা করছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী।

পছন্দের প্যানেলের জয়-পরাজয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উৎকণ্ঠা কাজ করছে। ভিপি ও জিএসসহ গুরুত্বপূর্ণ পদে কারা বিজয়ী হচ্ছেন তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। একইসঙ্গে ‘ঢাবি ঢাবি’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে অনেক শিক্ষার্থী উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিগগিরই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন বিভিন্ন সংগঠনের নেতারা।

অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের। তার দাবি, ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে সমন্বিতভাবে অনিয়ম ঘটানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর