[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

বুধবার ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বুধবার (১০ সেপ্টেম্বর) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণায় সময় লাগায় বুধবারও শিক্ষাকার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন তিন দফায় ছুটির সময়সূচি পরিবর্তন করে। প্রথমে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হলেও পরে তা কমিয়ে তিনদিন করা হয়। শিক্ষার্থীদের আপত্তির মুখে শেষ পর্যন্ত শুধু ভোটের দিন (৯ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে ফল ঘোষণার কাজ চলমান থাকায় পুনরায় একদিনের ছুটি বাড়ানো হলো বলে জানায় প্রশাসন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর