ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু বাকের
আবু বাকের বলেন, “নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন না হলে প্রকৃত ফলাফল প্রতিফলিত হবে না। তাই ভোট গণনা পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে।”
তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে ভোট গ্রহণ চলাকালে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। তাই গণনার সময় নিরপেক্ষ পর্যবেক্ষণ জরুরি। এ ছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গণনা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগও থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: