[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে ভিপি প্রার্থী আবিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:১৮ পিএম

ফাইল ছবি

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি সিনেট ভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।”

শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রবেশ প্রসঙ্গে আবিদ বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমি ভেতরে প্রবেশ করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও জিএস ও এজিএস প্রার্থী হিসেবে প্যানেলের প্রধান হিসেবে যে অ্যাকসেস পাওয়া দরকার ছিল, তা আমরা পাইনি।”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমি ভিপি প্রার্থী, সব কেন্দ্রে যাওয়া আমার স্বাভাবিক দায়িত্ব। শিক্ষার্থীরা সামনে এলে সালাম দেওয়া বা কুশল বিনিময় করাটা স্বাভাবিক ব্যাপার।”

প্রচারপত্র বিতরণের বিষয়ে আবিদ বলেন, ২০১৯ সালেও আমি ডাকসু নির্বাচন করেছি। প্যানেলের মোট ৪১টি ব্যালট নম্বর শিক্ষার্থীদের মনে রাখা কষ্টকর। তাই শুধু ব্যালট নম্বর শিক্ষার্থীদের সহায়তার জন্য দেওয়া হয়েছে।”

এছাড়া ভোটকেন্দ্রের আশপাশে প্রচারণা নিষিদ্ধ করে মাইকিং প্রসঙ্গে তিনি বলেন, “যদি নিয়ম থাকে তবে তা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত।

ভিপি প্রার্থী হিসেবে আমার দায়িত্ব হলো সব কেন্দ্রে গিয়ে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা দেখা। কিন্তু রোকেয়া হল ও টিএসসি কেন্দ্রে এখনও প্রবেশাধিকার পাইনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর