[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে আগেই ভোটচিহ্ন দেওয়া ব্যালট বিতরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা।

তিনি জানান, তার পরিচিত ভোটার লাবু রাখাইন ভোট দিতে গিয়ে দেখেন—আগেই ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সাদিক কায়েম এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’ দেওয়া রয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টিএসসি কেন্দ্রে টেবিল নম্বর ১-এ।

অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, “আমরা সব ব্যালট পেপার চেক করেছি, কোথাও এমন সমস্যা পাইনি।

অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই অভিযোগ করেছেন, তবে তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর এসেছেন। তারপরও সতর্কতার জন্য তাকে একটি নতুন ব্যালট দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, টিএসসি কেন্দ্রে ইতোমধ্যেই প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ ধরনের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে কিংবা ভোটার নিজেই ভুল করতে পারেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিএনপিপন্থি শিক্ষকরা বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আশ্বাস দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর