 
                                                                        ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে।
ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।
ভোটগ্রহণের আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগে শুরু হয় প্রায় ২০ মিনিট দেরিতে। এ সময় কর্মকর্তারা ফাঁকা ব্যালট বাক্স গণমাধ্যম ও পোলিং এজেন্টদের দেখান।
দেরির সময় পরে পুষিয়ে দেওয়া হবে বলে জানান তারা। ভূতত্ত্ব বিভাগটি কবি সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র, যেখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৪৪৩ জন।
এসময় ভিপি পদে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান ও ছাত্রশিবির প্রার্থী সাদিক কায়েমকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭৩ এবং নারী ১৮ হাজার ৯০২ জন।
২০১৯ সালের পর এবারই অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এটি স্বাধীনতার পর অষ্টম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮তম নির্বাচন। এবার প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিচ্ছেন।
এসআর
মন্তব্য করুন: