[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন আজ

সাইদুর রহমান

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২:৫৯ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ বিধি-নিষেধ জারি করা হয়েছে। এই সময়ে শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করতে পারবেন। সবার জন্য বৈধ আইডি বা বিশেষ পাস বাধ্যতামূলক করা হয়েছে। টিএসসির সব সংগঠনের কার্যক্রমও বন্ধ থাকবে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। সোমবার পর্যন্ত নিরাপত্তায় ছিলেন ১,৭৭১ জন পুলিশ সদস্য, আর ভোটের দিন দায়িত্ব পালন করবেন ২,০৯৬ জন। নিয়মিত বাহিনীর পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাদা পোশাকের ডিবি সদস্যরা টহলে থাকবেন। ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরায় মনিটরিং চলবে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত।

যানবাহন ও চলাচল
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবা—অ্যাম্বুল্যান্স, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও চিকিৎসক পরিবহন—প্রবেশ করতে পারবে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সব বাসরুট চালু থাকবে, পাশাপাশি চালু থাকবে ক্যাম্পাস শাটল সার্ভিস।

মেট্রোরেল স্টেশন বন্ধ
ডাকসু নির্বাচন উপলক্ষে টিএসসির মেট্রোরেল স্টেশন সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার সারা দিন বন্ধ থাকবে।

প্রার্থী ও ভোটার
ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট দেবেন ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি কেন্দ্রীয় ও ১৩টি হল সংসদের পদে।

সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর