অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।
সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপাচার্য রাবিপ্রবির শিক্ষা, গবেষণা, উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়েও উপদেষ্টাদের অবহিত করেন এবং সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টারা রাবিপ্রবির শিক্ষা ও গবেষণায় উন্নয়নমূলক পরিবর্তনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসআর
মন্তব্য করুন: