[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

রুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাঈদকে শিক্ষার্থীদের দাবিতে পুলিশের হাতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী ক্লাসে যোগ দিতে গেলে অন্য শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদ দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হুমকি প্রদানের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে হামলার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। অভিযুক্তদের পাশাপাশি যারা তাদের মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা যাচাই করে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর