[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

কুবিতে আরকিওলজি প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:১৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন ‘আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটি’ আয়োজিত আরকিওলজি প্রিমিয়ার লীগের (এপিএল) জার্সি উন্মোচন করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা দিকে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়দের উপস্থিতিতে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের এপিএলে প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের চারটি দলে ভাগ করা হয়েছে— ইজিপ্টিয়ান ঈগল, গ্রিক গ্ল্যাডিয়েটরস, পার্সিয়ান এম্পায়ার ও রোমান রয়ালস। প্রতিটি দল লিগভিত্তিক খেলায় একে অপরের মুখোমুখি হবে।

আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম গালিব বলেন, “প্রতিবছরের মতো এবারও আমাদের সোসাইটির উদ্যোগে এপিএল অনুষ্ঠিত হচ্ছে।

জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হলো। আমরা আশা করি, খেলাগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে।”

অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. সাদেকুজ্জামান বলেন, “এ টুর্নামেন্ট ধারাবাহিকভাবে হয়ে আসছে।

শিক্ষকরা দর্শক হিসেবে শিক্ষার্থীদের উৎসাহ দেবেন। এটি আমাদের প্রস্তুতি ম্যাচও বটে, কারণ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টই আমাদের মূল লক্ষ্য। খেলোয়াড়দের ইনজুরি এড়াতে বিশেষ সতর্কতা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর