আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার জন্য আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম জোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু নির্বাচনের আগের দিন এক সংবাদ সম্মেলনে আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
রোববার আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমন আমরা রাজপথে ছিলাম, তেমনি নির্বাচনের পরেও থাকব। রাজপথ আমাদের দখলে থাকবে।”
মেঘমল্লার অভিযোগ করেন, ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণা এক অসম লড়াইয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, “এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে টাকার খেলা, মাসল পাওয়ারের খেলা, আন্তর্জাতিক মিডিয়ার প্রমোশন ও রাজনৈতিক দলের প্রত্যক্ষ সম্পৃক্ততা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা নৈতিক সততা নিয়ে যে লড়াই চালাচ্ছি, তার ফল কী হবে ৯ তারিখে জানি না। তবে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াই নয়, গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।”
তিনি আরও বলেন, “মানুষ যে লড়াইটা লড়ে, তার ফলাফল সে অবশ্যই পায়—আজ হোক কাল হোক। আমরা আশা রাখি বিজয়ী হব। তবে জয় বা পরাজয় যাই হোক, আমরা বিশ্বাস করি আমরা যেমন রাজপথে ছিলাম, তেমনই প্রতিরোধের শক্তি হয়েই রাজপথে থাকব। ডাকসুর নিয়ন্ত্রণ যেই পাক না কেন, রাজপথ আমাদের দখলে থাকবে। যেমন হাসিনার আমলে ছিল, তেমনি ইউনূসের আমলেও থাকবে।”
সরকারবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার কারণে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের একাধিক হামলার শিকার হয়েছিলেন বলেও জানান মেঘমল্লার। তার দাবি, “এই রাজপথ রক্তে রঞ্জিত, তাই এটি আমাদেরই দখলে থাকবে।”
এসআর
মন্তব্য করুন: