[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ালেন আরিয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আরেক প্রার্থী সরে দাঁড়ালেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান শনিবার (৬ সেপ্টেম্বর) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রার্থিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

পোস্টে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে জানান, প্রচারণা চালাতে পারছেন না এবং পড়াশোনা, গবেষণা ও ব্যক্তিগত স্টার্টআপ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ডাকসুর চেয়ে বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শিক্ষার্থীদের জন্য বেশি প্রাসঙ্গিক হবে।

আরিয়ান লেখেন, “যদিও প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক সুযোগ নেই, তবুও ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা ভেবে সরে যাচ্ছি। আমার ডিপার্টমেন্টের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানাচ্ছি।”

এর আগে একই প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারও প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর