পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। সভাপতিত্ব করেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান।
এসময় কুরআন তিলাওয়াত, নাতে রাসুল পরিবেশনের পাশাপাশি রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, “রাসূল (সা.)-এর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যেন তাকে আল্লাহর সমকক্ষ বা অন্য কোনো স্থানে স্থাপন না করা হয়। আল্লাহ কখনো শিরক ক্ষমা করেন না, তাই এ বিষয়ে সবার সচেতন থাকতে হবে।”
সভাপতি অধ্যাপক আবদুল হাকিম বলেন, “সমস্ত নবী-রাসূলের বাণী একটাই— একত্ববাদ। আল্লাহর ভয় ও সচেতনতা হৃদয়ে ধারণ করতে পারলেই মানুষ মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকতে পারবে।
এসআর
মন্তব্য করুন: