[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

রাবিপ্রবিতে উদ্যোক্তা বিকাশে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ‘স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ সেমিনার হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

কী-নোট বক্তা ছিলেন ‘ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন’ (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম এবং ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি)’ এর লিড মেন্টর ও ‘স্কুল বাস’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা আব্দুর রশীদ সোহাগ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা উদ্যোক্তা বিকাশ ও স্টার্টআপ কালচারের গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্যোক্তা সৃষ্টি শুধু কর্মসংস্থান নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

উপাচার্য ড. আতিয়ার রহমান জানান, অচিরেই রাবিপ্রবি ক্যাম্পাসে ‘সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন’ স্থাপন করা হবে।

এ জন্য প্রস্তাবনা তৈরি হয়েছে, যা শিগগিরই একাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সেন্টার শিক্ষার্থীসহ পার্বত্য অঞ্চলের যুবসমাজের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রধান বক্তা ড. আরিফুর রহমান তাঁর প্রতিষ্ঠিত ইপসার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, কীভাবে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানে যুক্ত করছে।

তিনি রাবিপ্রবির সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের উদ্যোক্তা বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর