[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘১, ২, ৩, ৪, প্রক্টর তুই গদি ছাড়’, ‘যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না’, ‘আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে’ ইত্যাদি।

সমাবেশে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরে এবং হুঁশিয়ারি দেয় যে, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবিগুলো হলো—
১. আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা,
২. নিরাপত্তাহীন শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ আবাসন ও মালামাল উদ্ধারের উদ্যোগ,
৩. চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,
৪. নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও নিরপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ,
৫. অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক,
৬. সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন,
৭. প্রক্টোরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।

বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনার দায় এড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, দ্রুত বিচার নিশ্চিতকরণ, ২ নম্বর গেটের বাসা ছেড়ে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান, আহতদের যথাযথ চিকিৎসা এবং আশ্রয়হীন শিক্ষার্থীদের বিকল্প থাকার ব্যবস্থা করার দাবি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর