[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি কমানো হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য পূর্বে ঘোষিত তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে।

নির্বাচন কমিশন ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি প্রত্যাহার করেছে।

বুধবার ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, “কেবল নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বরই ছুটি থাকবে।”

এর আগে নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রার্থীদের আপত্তির পর ৭ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়। এরপর আরও কিছু প্রার্থী নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি জানালে ৮ ও ১০ তারিখের ছুটিও বাতিল করা হলো।

তবে কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রার্থীদের আবেদনের পর ভোটকেন্দ্র সংখ্যা ৫০০ থেকে ৭১০ করা হয়েছে। নির্বাচনের দিন শাটল সার্ভিসও চলবে। আশা করি কোনো সমস্যা হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর