[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ম্যানেজিং কমিটিতে থাকলে এমপি পদে প্রার্থী হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৮:১০ পিএম

সংগৃহীত ছবি

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে দায়িত্বে থাকলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।

এ সংক্রান্ত বিধান যুক্ত করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, “সংশোধিত আরপিওর খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী আদালত কর্তৃক ফেরারি ঘোষিত ব্যক্তিরাও সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।”

ইসির কর্মকর্তারা জানান, খসড়াটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তোলা হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তা আইনে অন্তর্ভুক্ত হবে।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশ করেছিল। তবে তখন ইসি এ বিষয়ে দ্বিমত করেছিল, কারণ তাদের আশঙ্কা ছিল—বিধানটি রাজনৈতিকভাবে অপব্যবহৃত হতে পারে।

কেন এখন প্রস্তাবটি গ্রহণ করা হলো—এমন প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর আমরা সন্তুষ্ট হয়েছি। এখন মনে করি এ বিধান থাকা উচিত। ভবিষ্যতে যদি অপব্যবহার দেখা দেয়, তবে প্রয়োজনে আবার সংশোধন আনা যাবে।”

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের প্রার্থী হওয়া নিষিদ্ধ করার প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া হলেও, সেটি ইসির খসড়ায় রাখা হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর