কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এলাকায় এক বানরের তাণ্ডবে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বানরটি অন্তত ১২ জনকে কামড় দিয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের মধ্যে শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা রয়েছেন।
সকাল নয়টার দিকে বানরটি প্রথমে হলের সামনে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, শুরু থেকেই এটি শিক্ষার্থী ও দায়িত্বরত আনসারদের ওপর আক্রমণাত্মক আচরণ করে। একপর্যায়ে দত্ত হলের একটি কক্ষেও প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রিপন লাল বলেন, “বানরটি পাগলপ্রায় অবস্থায় যাকেই সামনে পাচ্ছিল তাকে কামড়ানোর চেষ্টা করছিল। এর মধ্যে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।”
কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, আহতদের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে টিকা নেওয়ার জন্য।
ভুক্তভোগী কর্মচারী বাবুল বলেন, “হলে ঢুকে আমার বৃদ্ধ আঙুলে কামড় দেয়, এতে রক্ত বের হয়।”
এ বিষয়ে দত্ত হলের সহকারী রেজিস্ট্রার কামরুল আহসান রুবেল জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তারা ক্ষতি না করে বানরটিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, নিরাপত্তা শাখার সঙ্গে কথা হয়েছে এবং বন বিভাগের সহযোগিতার জন্য যোগাযোগ করা হয়েছে।
এ প্রসঙ্গে সদর দক্ষিণ রেঞ্জের বন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করবেন।
এসআর
মন্তব্য করুন: