আসন্ন ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।
হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
ফলে নির্ধারিত সময়েই ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকে ৩০ অক্টোবর পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
এর আগে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করেছিল।
সেই আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করে এবং আপিল বিভাগ চূড়ান্ত শুনানি শেষে নির্বাচন কার্যক্রম চালু রাখতে নির্দেশ দেয়।
ডাকসুর এবারের নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন।
বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে বিভিন্ন পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে লড়াইয়ে আছেন।
এসআর
মন্তব্য করুন: