[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

কুবিতে 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' পেলেন ৫৫ জন শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১:০৪ এএম

কুবির মেধাবী শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষাজীবনে কৃতিত্ব অর্জনকারী ৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে দেওয়া হয়েছে 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড'।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ৬টি অনুষদের ১৯টি বিভাগে নিয়মিত কোর্সে সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে নগদ ১০ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান।

বিশ্ববিদ্যালয় ও অতিথিদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের জন্য প্রেরণামূলক পরামর্শ তুলে ধরা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন,
"বৃত্তি শুধু প্রণোদনা নয়, এটি সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা। ভালো দিয়ে খারাপকে জয় করতে হবে। কোরআনের নির্দেশনা অনুসরণ করে এবং মহৎ ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিতে হবে।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন,
"চিন্তাকে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত করতে হবে। কেবল ভালো জিপিএ নয়, হতে হবে ভালো মানুষ। আত্মতুষ্টিতে না থেকে পথ চলা অব্যাহত রাখতে হবে।"

কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,
"এই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের পরিচিত করে তুলতে হবে। সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করতে হবে।"

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান বলেন,
"আজকের পুরস্কারপ্রাপ্তরা মেধাবীদের মধ্যেও সেরা। সিজিপিএ’র বাইরেও নিজেদের গঠন করতে হবে। ইউনিক হয়ে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
"তোমরা আজ তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেয়েছো। এই সফলতার ধারাবাহিকতা যেন কর্মজীবনেও বজায় থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।"

উল্লেখ্য, চলতি মাসেই কুবিতে মেধা বৃত্তি, অসচ্ছল ও মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশিপ প্রদান করা হবে বলে জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর