ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশনের সব নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কেউ যদি এ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা জরুরি। “আমরা সবাই একসাথে কাজ করলে একটি নিরাপদ ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
সভায় শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন—
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সহযোগী রিটার্নিং অফিসাররা, ছাত্র প্রতিনিধিরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা, পুলিশের বিশেষায়িত ইউনিট, ফায়ার সার্ভিস ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: