বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যমান দুটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা একক ডিগ্রির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় তারা দুই শতাধিক শিক্ষকসহ অডিটোরিয়ামে তালা দেন।
পরে সন্ধ্যার দিকে বহিরাগত কিছু লোক এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।
এসআর
মন্তব্য করুন: