চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও এর আশপাশের এলাকায় সংঘাতের জেরে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর জননিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমাল রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় পাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ সময়ে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরাও সীমিত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দীন ভবনে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে ওই ভবনের দারোয়ান মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাতেই আন্দোলনে নামে।
ভুক্তভোগী ছাত্রী জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরলেও দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে সহপাঠীরা চাপ প্রয়োগ করলে গেট খুলে দেন তিনি। এরপর ওই দারোয়ান তার ওপর চড়াও হয়ে শারীরিকভাবে নির্যাতন করেন।
এ ঘটনার জেরে রোববার সকালে শিক্ষার্থীরা প্রধান ফটকে বিক্ষোভ শুরু করলে স্থানীয়রাও লাঠিসোঁটা নিয়ে সমাবেশ করেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করতে গিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: