[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম ছাত্রীর জেলায় নেই বিশ্ববিদ্যালয়

আয়নুল ইসলাম

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ৭:২১ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ মৌলভীবাজার জেলা এখনও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে বঞ্চিত।

১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পরও এ জেলায় উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

মৌলভীবাজারের আয়তন ২৭৯৯ বর্গ কিলোমিটার। প্রায় ২১ লাখ মানুষের এ জেলায় সাক্ষরতার হার ৭৫ দশমিক ৭৪ শতাংশ। এখানে ৩টি সরকারি, ৫টি জাতীয়করণকৃত ও ২০টি বেসরকারি কলেজ, ১৯০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৭১টি মাদ্রাসা থাকলেও নেই কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ।

ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঢাকা বা সিলেটের মতো দূরবর্তী শহরে যেতে হয়।

এ জেলায় জন্ম নিয়েছেন বহু গুণীজন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ রায়, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত আজিজুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলি, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনসহ আরও অনেকে।

তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালটি সীমিত সুবিধাসম্পন্ন। গুরুতর রোগীদের প্রায়ই সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। দূরত্বের কারণে অনেক রোগী পথেই মারা যাওয়ার অভিযোগ আছে। তাই দীর্ঘদিন ধরেই জেলার মানুষ মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।

পর্যটন ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলা—৯২টি চা বাগান, ১০টি রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, দেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ড, হামহাম জলপ্রপাত, হাকালুকি হাওরসহ বহু দর্শনীয় স্থান নিয়ে সমৃদ্ধ। বড়লেখায় উৎপাদিত আগর-আতর বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে। এছাড়া জেলায় রয়েছে প্রায় ৪৫৭৫টি ক্ষুদ্র ও কুটির শিল্প।

শিক্ষিত মহলের দাবি, গবেষণা ও জ্ঞানচর্চার বিপুল সুযোগ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় না থাকায় মৌলভীবাজার উন্নয়নে বঞ্চিত হচ্ছে। অনেকে এর জন্য রাজনৈতিক অনৈক্য, ঐক্যবদ্ধ আন্দোলনের অভাব ও সরকারি অনাগ্রহকে দায়ী করেন।

বিদেশে থাকা বিপুল প্রবাসী এ জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের আশা—দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করে সরকার দ্রুত মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর