সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার।
এতে আগের নারী ও অন্যান্য কোটা ব্যবস্থা বাতিল করে মাত্র ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ পদে নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
আগের বিধিমালা অনুযায়ী, সহকারী শিক্ষক পদে ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটায় নিয়োগ হতো। নতুন বিধিমালায় তা বাতিল করা হয়েছে।
নতুন নিয়মে—
৭ শতাংশ কোটার মধ্যে—
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। উপজেলা বা ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক নিয়োগও বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: