[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ৫:২৬ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাবিপ্রবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেকটর প্রফেসর ড. আহমেদ হাসিম আফতুগ্লু চুক্তিতে সই করেন।

স্বাক্ষরিত এমওইউর আওতায় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি, পোস্ট-ডক্টরাল গবেষণা সহযোগিতা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

রাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা এ চুক্তিকে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের পদক্ষেপ হিসেবে দেখছেন।

উপাচার্য ড. আতিয়ার রহমান বলেন, “এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, এই সমঝোতা স্মারকটির মেয়াদ হবে পাঁচ বছর, পরবর্তীতে যা নবায়নযোগ্য। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর