[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

হিজাব পরায় ২২ ছাত্রীকে ক্লাস থেকে বের করানো শিক্ষককে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ২:২৫ এএম

সংগৃহীত ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ক্যাম্পাসে হিজাব পরার কারণে ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা নোটিশে জানানো হয়, অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে সাত কর্মদিবসের মধ্যে কেন তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, “আমি কোনো ছাত্রীকে বের করে দিইনি।

ওই ক্লাসে ২২ জন ছাত্রী হিজাব পরে না, মাত্র ৯–১১ জন পরে। আমি শুধু বলেছি, হিজাব পরে স্কুলে আসতে হবে। কীভাবে পরতে হবে, সে বিষয়ে কিছু নিয়মও বুঝিয়েছি।”

তিনি আরও জানান, সেদিন ভলান্টিয়াররা পোশাক ও শৃঙ্খলা যাচাই করছিল।

তিনি শুধু তাঁদের দায়িত্ব বাইরে গিয়ে পালন করতে বলেছিলেন, তবে কাউকে ক্লাস থেকে বের করে দেননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর