[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি ধরা পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংশোধন কিংবা সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিষয় (Subject) ও কলেজ পছন্দ (College Choice) কার্যক্রম শুরু হবে। পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://dcuadmission.org) গিয়ে জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ১৫০টি। এর মধ্যে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র আরও জানায়, ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র এবং ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শুধুমাত্র ছাত্রী ভর্তি হতে পারবে। অন্য চারটি সংযুক্ত কলেজে উভয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ থাকবে।

এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর অর্জন করতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর