[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১২:৫১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোটের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন এবং ভোট গণনার সময়ও কেন্দ্রগুলোতে অবস্থান করবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান নেবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো সেনারা কর্ডন করে রাখবে, যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায় এবং বহিরাগতদের প্রবেশ রোধ করা সম্ভব হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগতকে আবাসিক হলে থাকার অনুমতি দেওয়া হবে না।

এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।

এ উপলক্ষে নির্বাচন কমিশন প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর