মৌলভীবাজারের এক শিক্ষিকা মানসিক রোগী সেজে ছুটি নিয়ে কানাডা যাওয়ার চেষ্টা করেছেন।
তবে তিনি ‘মানসিক রোগী নন’ তা নিশ্চিত হওয়ার পর তার ছুটির আবেদন বাতিল করা হয়েছে।
ওই নারীর নাম তাহমিদা ইসলাম। তিনি মৌলভীবাজার সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
খোঁজ নিয়ে জানা যায়, সহকারী শিক্ষিকা তাহমিদা ইসলাম নিজে ‘মানসিক ও শারীরিকভাবে অসুস্থ’ দাবি করে উন্নত চিকিৎসার জন্য কানাডায় যেতে ছুটি চেয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় উপ-পরিচালক আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করেন। এরইমধ্যে ওই শিক্ষিকা শারীরিক ও মানসিক অসুস্থতাজনিত কারণে চাকরি হতে অব্যাহতি চেয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে গত ১২ আগস্ট আবেদন করেন।
পরে তাহমিদা ইসলামের অসুস্থতার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তার আবেদন বাতিল করে।
এ বিষয় জানতে সহকারী শিক্ষিকা তাহমিদা ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করলে প্রতিবেদকের পরিচয় পেয়েই তিনি সংযোগ কেটে দেন।
এসআর
মন্তব্য করুন: