সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী শিক্ষাকে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের আর্থিক বাধা দূর করা জরুরি।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: শিক্ষা ও জনস্বাস্থ্য’ শীর্ষক সংলাপে তিনি এই দাবি উত্থাপন করেন। সংলাপটি আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
রাশেদা কে চৌধুরী বলেন,
“বেশিরভাগ বিদ্যালয়ে উচ্চ ফির কারণে গরিব সন্তানদের লেখাপড়া করা সম্ভব হচ্ছে না। কিছু বিদ্যালয়ে ভর্তি ফি ১৩ হাজার টাকা পর্যন্ত। তাই মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিকভাবে প্রদান করা আবশ্যক।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের ডাক্তাররা জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার বড় অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। এ ক্ষেত্রে বিদেশি বংশোদ্ভূত ডাক্তারদের সহায়তা থাকলেও এটি বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সংলাপের সভাপতিত্ব করেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—
সংলাপের মাধ্যমে শিক্ষার সার্বজনীন ও অবৈতনিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, পাশাপাশি দেশের জনস্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।
এসআর
মন্তব্য করুন: