[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

টানা ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি ভিসি, ট্রেজারার ও প্রক্টর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৯:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দুই দফা দাবিতে টানা ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা।

রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‌‘নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এর ফলে ভেতরে থাকা উপাচার্যসহ কর্মকর্তারা রাত ৯টা পর্যন্তও অবরুদ্ধ ছিলেন।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো হলো—
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা দ্রুত চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা।
২. সম্পূরক বৃত্তির চূড়ান্ত ঘোষণা।

এর আগে দুপুর ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে, তবে এখনো হাতে পাইনি। আশা করছি দ্রুত হাতে পাবো। মঙ্গলবার (২৬ আগস্ট) সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হবে। এরপর বুধবার বা বৃহস্পতিবার (২৭-২৮ আগস্ট) ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ অনুমোদন পেলেই রোডম্যাপ ঘোষণা করা হবে এবং জকসু নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর