প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, “প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা আগামী তিন দিনের মধ্যে অনলাইনে ফলাফল জানতে পারবে।”
ফলাফল মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে তা জানতে পারবেন।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, “প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, এ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজও শেষ হবে।”
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: