[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

জাপানে ষ্টুডেন্ট ও জব ভিসা

জাপানি ভাষা শিক্ষায় আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক “ঢাকা নিহোনগো একাডেমী”

মো. শাহজালাল

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ৩:২১ পিএম

বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা ও জাপানগামী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা নিহোনগো একাডেমী। দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার ভিত্তিতে একাডেমীটি ইতিমধ্যেই হাজারো শিক্ষার্থীর আস্থা অর্জন করেছে।

শিক্ষার্থীদের প্রতি একাডেমীর মূল প্রতিশ্রুতি হলো—সততা, নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ সহায়তা। এখানকার অভিজ্ঞ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি জাপানের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার পথে সঠিক দিকনির্দেশনা প্রদান করে থাকেন।

জাপানে ঢাকা নিহোনগো একাডেমীর শিক্ষার্থীদের সাথে. আনন্দময় সময়

শুধু বাংলাদেশেই নয়, শিক্ষার্থীরা জাপানে পৌঁছানোর পরও তাদের পাশে থাকে ঢাকা নিহোনগো একাডেমী। প্রতিষ্ঠানটির জাপান প্রতিনিধি মোঃ শফিকুর ইসলাম অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
শিক্ষার্থীদের রিসিভ করা, বাসস্থানের ব্যবস্থা, কাজের সুযোগ তৈরি, এমনকি যেকোনো ধরনের সমস্যার সমাধানে তিনি সবসময় সক্রিয় থাকেন। এজন্য জাপানে যাওয়া শিক্ষার্থীরা একাডেমীর প্রতি বাড়তি আস্থা পোষণ করেন।

DNA শিক্ষার্থীদের স্কাইপে ইন্টারভিউ পূর্বে

ছলচাতুরি নয়, সত্য তথ্যের প্রতিশ্রুতি দিয়ে থাকে ‘ঢাকা নিহোনগো একাডেমী’। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মুখরোচক বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করায়, পরে নানা ছলচাতুরি ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

কিন্তু ঢাকা নিহোনগো একাডেমী শুরু থেকেই এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে আলাদা করেছে সততা ও স্বচ্ছতার মাধ্যমে। একাডেমী কখনোই অতিরিক্ত অর্থ দাবি করে না এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ভুয়া তথ্য প্রদান করে না।

একাডেমী লিংক, ঢাকা নিহোনগো একাডেমী

ঢাকা নিহোনগো একাডেমীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী আকবর রনী বলেন—“আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ভাষা শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সঠিক সহায়তা দেওয়া। সততা ও দায়িত্বশীলতা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এজন্যই আমাদের একাডেমীকে শিক্ষার্থীরা আস্থার প্রতীক মনে করে।”

জাপানে শিক্ষার্থীদের স্কুলে ফটোসেশনের সময়

তিনি আরও বলেন, “জাপানে পড়াশোনা কিংবা ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ ও জাপান—উভয় দেশে টিম রয়েছে, যারা প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে তাদের যাত্রাপথকে সহজ ও নিরাপদ করছে।”

বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য ঢাকা নিহোনগো একাডেমী আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আস্থা, সততা ও নির্ভরযোগ্যতার প্রতীক।

শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এই একাডেমী যে কতটা আন্তরিক ও সৎ, তা ইতোমধ্যেই শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রমাণিত হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর