[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

এসএসসি পরীক্ষায় অবহেলা : কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগামী  পাঁচ বছর তারা কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

বুধবার (২০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবহেলা প্রমাণিত হলে একই ধরনের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

এছাড়া কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের।

সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র মূল্যায়নে অবহেলার কারণে। এ ছাড়া বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালো তালিকাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ পর্যায়ের ব্যক্তিরাও।
এর মধ্যে উল্লেখযোগ্য—

  • টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী,
  • রাজবাড়ির আরাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান,
  • নারায়ণগঞ্জের হাজি পান্ডে আলী হাইস্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা,
  • মানিকগঞ্জ সরকারি হাইস্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।

শিক্ষা বোর্ড জানায়, পাবলিক পরীক্ষায় সুষ্ঠু মূল্যায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় পরীক্ষকদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর