[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ রাতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ২:৫২ এএম

সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে অনলাইনে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী।

যাচাই-বাছাই শেষে আজ বুধবার রাত ৮টার দিকে ফল প্রকাশ করা হবে।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে এ আবেদন নেওয়া হয়েছে।

প্রথম ধাপের আবেদন গ্রহণ করা হয় গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আলাদাভাবে সম্পন্ন হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১০ জুলাই। ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী পাস করে।

এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেছে এক লাখ চার হাজার ৪১১ জন। বাকি ১২ লাখ তিন হাজার ৮০৭ জন পাস করেছে সাধারণ ও মাদরাসা বোর্ড থেকে।

তবে প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদন করেনি এক লাখ ৩০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর