[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

মাউশি ডিজিসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ৯:২১ পিএম

সংগৃহীত ছবি

এক শিক্ষকের পরিবর্তে অন্য শিক্ষককে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত করার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ সহকারী জজ আদালতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দিন এ মামলা করেন।

মামলার শুনানির জন্য আগামী ২৬ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মামলার অন্যান্য বিবাদী হলেন—বিদ্যালয়ের সাবেক সভাপতি জাকির আহমেদ, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, তার স্ত্রী ও শিক্ষিকা রাসিদা আক্তার, উপ-আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা এবং কেরানীগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের মার্চে সমাজবিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ পেয়ে যোগদান করেন নাসির উদ্দিন। ২০১১ সাল পর্যন্ত তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন।

কিন্তু পরবর্তীতে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও সভাপতি জাকির আহমেদ তাকে হুমকি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন।

২০১৩ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে তোফাজ্জল হোসেন তার স্ত্রী রাসিদা আক্তারকে একই পদে নিয়োগ দেন এবং জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত করান।

বাদীর দাবি, এভাবে অবৈধ নিয়োগ ও জাল কাগজপত্র তৈরির কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর