[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

ফিক্সিংকাণ্ডে নাম, কী বলছে শাকিব খানের দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের স্পট ফিক্সিং তদন্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন কমিটি এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি।

 তবে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে ওই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক ফ্র্যাঞ্চাইজির জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালসও।

এমন অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়—
“সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বিপিএল তদন্ত সংক্রান্ত প্রতিবেদনে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত বলা হলেও, একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে।”

বিবৃতিতে আরও বলা হয়—
“আমাদের কাছে বিষয়টি পরিষ্কার, অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। কেবল অভিযোগের ভিত্তিতে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ‘মিডিয়া ট্রায়ালের’ মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। শুরু থেকেই আমরা তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং যেসব তথ্য তারা চেয়েছেন, সবই সরবরাহ করেছি। ভবিষ্যতেও আমরা পূর্ণ সহযোগিতা করব।

গত আসরে লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস আরও দাবি করেছে—
“আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্ট জানিয়েছি, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। কিন্তু প্রমাণ ছাড়াই সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করা আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর